সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রমিক ও দুুুস্থকে মাঝে খাদ্য সহায়তা প্রদান।

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২২৬ জন শ্রমিক ও দুুুস্থকে খাদ্য সহায়তা লকডাউনে কর্মহীন সিএনজি চালক,রিকশা চালক, নরসুন্দর, ও গৃহহীন অসহায় ২২৬ টি পরিবারকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য সহায়তা দিয়েছেন সেনবাগ উপজেলা প্রশাসন।সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে স্বাস্থ্যবিধি মেনে উক্ত খাদ্য সামগ্রী গুলো তাদের হাতে তুলে দেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার।এর মধ্যে ১৭৭ জনের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবন, ১০০ গ্রাম হলুদের গুড়া, ১০০ গ্রাম মরিচের গুড়া এবং ৩৩৩ নাম্বারে কল ও ম্যাসেজ দেয়া ৪৯ জনের প্রত্যেককে ৮ কেজি চাল ও ১ কেজি মসুর ডাল দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে, এ ছাড়া প্রকৃত সাহায্য পাওয়ার মত যে কেউ ৩৩৩ নম্বরে কল অথবা নাম ঠিকানা দিয়ে ম্যাসেজ পাঠালে আমারা খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করব।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারীসহ প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




error: Content is protected !!