সেনবাগ উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাও নির্বাচন অনুষ্ঠিত।

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।শনিবার সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার ভৌমিকের সভাপতিত্বে ও নূর হোসাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল। প্রধান বক্তা ছিলেন কাল্ব কেন্দ্রীয় কমিটির ট্রেজারার এম জয়নাল আবদিন।
বিশেষ অতিথি ছিলেন কাল্ব ডিরেক্টর আবদুল ছাত্তার ভূঁইয়া, উপজেলা সমবায় অফিসার এ কে এম মহি উদ্দিন,কাল্ব জেলা পোগ্রাম অফিসার আজিজুল হক।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিপন,সদস্য জাহাঙ্গীর আলম, আফরোজা বেগম প্রমূখ। সাধারণ সভা শেষে বেলা ২ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।ভোটে চেয়ারম্যান পদে দিলীপ কুমার ভৌমিক(বিনাপ্রতিদন্ধীতায়),ভাইস চেয়ারম্যান পদে সাহাব উদ্দিন ভূঁইয়া (বিনাপ্রতিদন্ধীতায়),সাধারণ সম্পাদক পদে ১১০ ভোট পেয়ে লায়লা আঞ্জুমান, ট্রেজারার পদে নূর হোসাইন সুমন(বিনাপ্রতিদন্ধীতায়),১ম পরিচালক পদে ১২৩ ভোট পেয়ে মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,২য় পরিচালক পদে ৯৯ ভোট পেয়ে আসমাউল হুসনা নির্বাচিত হয়েছেন। কমিটি আগামী ৩ বছর দ্বায়িত্ব পালন করবেন।




error: Content is protected !!