মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
দীর্ঘ ১৩ বছর পর শুক্রবার (১৪ জানুয়ারি) নোয়াখালী জেলা ছাত্রদল কর্তৃক সেনবাগ উপজেলা ছাত্রদলের মামলা হামলার শিকার ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিবাহিত ও ছাত্রলীগের নেতাদের দিয়ে ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতের সেনবাগ পৌর শহর, ছমির মুন্সির হাট ও সেবারহাটে জুতা ও ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের অনুসারীরা।
শুক্রবার নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু ও সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান নোমান স্বাক্ষরিত এক চিঠিতে মোঃ সানা উল্যাহকে আহ্বায়ক এবং আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।কমিটি ঘোষণার পর থেকে পদ প্রত্যাশী নেতাকর্মী ও তাদের অনুসারীরা কমিটি বাতিলে দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে তারা রাজ পথে নেমে জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল করেছে।রোববার বিকেলে কমিটি বাতিলের দাবীতে সেনবাগ পৌরশহরে জুতা ও ঝাড়ু প্রদর্শন করে বিক্ষোভ মিছিল করে আহ্বায়ক পদ প্রত্যাশী মজিবুর রহমান ও সুজনের অনুসারি নেতাকর্মীরা। শেষে তারা সেনবাগ উপজেলা বিএনপি কার্যালয় ফারুক গ্রুপের নিয়ন্ত্রাণার্ধীন বিএনপি অফিসে তালা ঝুলিয়ে দেয়।
এছাড়াও শনিবার বিকেলে ও রাতে সেনবাগ উপজেলা ছমির মুন্সির হাট ও সেবারহাট বাজারে অনুরূপ জুতা ও ঝাড়ু মিছিল করেছে আহ্বায়ক পদ প্রত্যাশী ৬ মামলার আসামি রবিউল হাসান তুহিন ও ২৪ মামলার আসামি ফখরুল ইসলাম রুবেলের অনুসারীরা।পদ বঞ্চিত ও ত্যাগী নেতা-কর্মীদের দাবি, ঘোষিত কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন বিবাহিত এবং যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিরাজ বিদেশে থাকেন, অপর যুগ্ম আহ্বায়ক সোলেমান রাজু বিবাহিত ও চাকরিজীবী এবং সদস্য আবু শাকের জাকারিয়া ছাত্রলীগের কর্মী।