সেনবাগ পৌরসভার ২৫ কোটি৫২ লাখ টাকার বাজেট ঘোষণা 

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের  ২৫ কোটি ৫২ লাখ ৪৯ হাজার ৪ টাকার প্রাক বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সেনবাগ পৌরসভা কার্যালয়ে উক্ত বাজেট উপস্থাপন করেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, প্যানেল মেয়র -২ মহিন উদ্দিন, পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল আনছার,প্রধান সহকারী আবুল কালাম আজাদ,কাউন্সিলর আলমগীর হোসেন, আইয়ুব আলী, সাখাওয়াত হোসেন, মোঃ এয়াছিন, কামাল উদ্দিন, পৌরসভার হিসাব রক্ষক জামাল উদ্দিন সহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী,সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। ঘোষিত বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাত দেখানো হয়েছে ট্যাক্স বাবদ ২ কোটি ৪০ লক্ষ টাকা,রেইট বাবদ ৩৫ লক্ষ টাকা, ফিস বাবদ ৩১ লক্ষ টাকা, অন্যান্য বাবদ ৭৫ লক্ষ ৬০ হাজার টাকা, উন্নয়ন খাত ব্যতিত সরকারি অনুদান ২০ লক্ষ টাকা, সরকারি উন্নয়ন অনুদান ৮০ লক্ষ টাকা, বিশেষ মঞ্জুরি ৫০ লক্ষ টাকা, উপজেলা শহর উন্নয়ন প্রকল্প ৩ কোটি টাকা, বিএমডিএফ থেকে অনুদান ৩ কোটি ৫ লক্ষ টাকা,জলবায়ু প্রকল্প থেকে অনুদান ৩ কোটি টাকা, পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্ধ ৫ কোটি টাকা, পানি সরবরাহ প্রকল্প থেকে ৫ কোটি টাকা।
উল্লেখযোগ্য ব্যায়ের খাত সমুহ হচ্ছে সাধারণ সংস্থাপন ২ কোটি উননব্বই লাখ টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী ২১লাখ টাকা,জমি ক্রয় ১৮ লক্ষ টাকা, বিএমডিএফ উন্নয়ন প্রকল্প ৩ লাখ ৫ লাখ টাকা, উপজেলা শহর উন্নয়ন অবকাঠামো ৩ কোটি, জলবায়ু পরিবর্তন প্রকল্প ৩ কোটি টাকা, রাজস্ব উন্নয়ন ৮০ লাখ টাকা, হাটবাজার উন্নয়ন ৫০ লাখ টাকা। এ সময় মেয়র বিগত সময়ে পৌরসভার বিভিন্ন দেনার চিত্র ও তার দ্বায়ীত্বভার গ্রহণের পর নেয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরেন।এ ছাড়া ঘোষিত বাজেটে বাস্তবায়নে পৌরসভার কর্মকর্তা – কর্মচারী, সাংবাদিক,পৌর এলাকার বাসিন্দা ও সকলের সহযোগিতা কামনা করেন।



error: Content is protected !!