এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধি :করোনার কারণে টানা আড়াই মাস বন্ধ থাকার পর উত্তর জনপদের ব্যস্ততম নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর থেকে স্বাস্থ্যবিধি মেনে আবারও ফ্লাইট শুরু হচ্ছে।
সরকারি নির্দেশে সোমবার (১ জুন) থেকে বিমান উঠানামা আর যাত্রীদের বসার উপযোগী করতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। নতুন করে তৈরী করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার আলাদা কক্ষ, বসানো হচ্ছে হাত ধোয়ার বেসিন, পরিস্কার করা হচ্ছে লাগেজ স্ক্যানিং মেশিনসহ পুরো টার্মিনাল এলাকা। এখন থেকে সপ্তাহের ৭দিনই বাংলাদেশ বিমান, নভোএয়ার আর ইউএস বাংলার ৯টি ফ্লাইট ঢাকা-সৈয়দপুর রুটে চলাচল করবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিমানবন্দর ম্যানেজার সুশান্ত দাস।