সোনাইমুড়িতে পাখি হত্যার ঘটনায় গ্রেফতার -৪

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় জান্নাতুল ফেরদৌস পাখিকে (৩০) গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহজনকভাবে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের রামদেবপুর আবুল কালাম মুহুরী বাড়ির মৃত. সামছুল হকের ছেলে নুর নবী (৪০), হাবীব উল্লাহ হাজী বাড়ির মো. স্বপন (২৬), সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের শ্রীপদ্দী তুফানী বাড়ির আবুল বাশারের ছেলে মো. অলি উল্যাহ প্র. মনির প্র. কচি (৩৩) এবং একই উপজেলার বীজবাগ ইউনিয়নের টুকাই মিয়ার বাড়ির মো. ইউসুফের ছেলে মো. আবু সুফিয়ান (৪২)।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বুধবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টায় সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মিনা হাজী বাড়ি সংলগ্ন একটি সবজি ক্ষেত থেকে জান্নাতুল ফেরদৌস পাখি (৩০) নামের এক স্বামী পরিত্যক্তা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই শাহ আলম বাদী হয়ে সোনাইমুড়ি থানায় একটি মামলা দায়ের করেন।



error: Content is protected !!