সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ঔষধ ফার্মেসী ব্যাবসায়ীর  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বারগাঁও ইউপির কাশিপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের নোয়াখালী সহকারী পরিচালক শেখ মোঃ আহসান উল্যাহ্।এ সময় মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ সরবরাহের দায়ে ছাতারপাইয়া চৌমুহনী সড়কের  পাশে বারগাঁও এলাকার নুর বক্স মেডিকেল হল কে ২ হাজার টাকা, কাশিপুর বাজারের নুর ফার্মেসীকে ১০ হাজার টাকা, জননী মেডিকেল হল ৩০ হাজার টাকা, ক্যাপিটাল ফার্মেসীকে ৩ হাজার টাকা ও হোসেন মেডিকেল হল ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয় সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসমাইল হোসেন জানান, জনগনের স্বাস্থ্যসেবার জন্য জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।



error: Content is protected !!