সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন শায়েস্তাগঞ্জের শাহিন

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

গোলাম সরোয়ার পলাশ:সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোঃ শাহিন মিয়া (৩২) নামের এক বাংলাদেশি যুবক।
তার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেন্জাপাড়া গ্রামে ।
শাহিন ওই গ্রামের মৃত আব্দুল কাদির হাসু মিয়ার ছেলে ।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬ টায় সৌদিআরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এ বিষয়টি নিশ্চিত করেছেন তার আপন চাচাতো ভাই শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল হক।
শাহিন মিয়া সৌদিআরবের মক্কা সিটিতে প্রায় ১০ বছর যাবত একটি কোম্পানীতে কাজ ও একই এলাকায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৭ দিন আগে জ্বর-কাশি নিয়ে সৌদিআরবের মক্কা হাসপাতালে ভর্তি হন শাহিন ।
ওইখানে করোনায় আক্রান্ত সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরিক্ষা করা হলে তার রিপোর্ট পজেটিভ আসে।
মক্কা হাসপাতালে শাহিনের অবস্তার অবনতি হলে ২৪ এপ্রিল তাকে উন্নত আরেকটি হাসপাতালে প্রেরন করা হয়।
ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
শাহিনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সৌদিআরবে বসবাতরত বাংঙ্গালীদের মাঝে।
এদিকে শাহিনের গ্রামের বাড়িতে এ খবর আসলে তার বৃদ্ধ মা, স্ত্রী, ছেলে, মেয়ে সহ আত্বীয় স্বজনের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারন হয়েছে।শাহিনের মা পুত্র শোকে বার বার মুর্চা যাচ্ছেন ৷




error: Content is protected !!