সৌলরীবাজারে স্বাস্হবিধি না মানায় ৪ টি ব্যবসা প্রতিষ্টানকে ১৯’শ টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি- কাকাইলছেওয়ের সৌলরীবাজারে স্বাস্হ্যবিধি না মানায় ৪ টি ব্যবসা প্রতিষ্টানকে ১ হাজার ৯ শত টাকা অর্থদণ্ড করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,
প্রাণঘাতী সংক্রামক রোগ করোনা সংক্রমণের প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর গতকাল মঙ্গলবার থেকে আগামী সোমবার পর্যন্ত এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করেছে। সেই সাথে লকডাউন চলাকালীন সময়ে স্বাস্হবিধি ও সামাজিক নিরাপদ দূরত্ব সহ ১৮ টি নির্দেশনা মেনে চলতে প্রজ্ঞাপন জারি করেছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুর অনুমানিক ১২ টায় আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের সৌলরীবাজারে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন। এসময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ০৪ টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৯ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং মাস্ক পরিধান, নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনার জন্য উৎসাহ প্রদান করা হয়। এসময় আজমিরীগঞ্জ পৌরসভার সহযোগিতায় বিনামূল্যে কিছু মাস্ক বিতরণ করা হয়।
স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ (প্র.নি.নি) আইন, ২০১৮ অনুসারে কাকাইলছেওয়ের বাসিন্দা মোঃ সুরুজ মিয়ার পুত্র জহিরুল ইসলাম কে ৩ শত; রসুলপুরের বাসিন্দা মোঃ আমিন মিয়ার পুত্র শফিকুল কে ৫ শত, বদলপুরের বাসিন্দা রাকেশ সূত্রধরের পুত্র রায়মন সূত্রধর কে ১ শত, ও নজরাকান্দা গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল খালেকের পুত্র আব্দুল মালেক কে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
করোনা প্রতিরোধে এ ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে ইউ,এন,ও জানান।