স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর অফিসার্স এসোসিয়েশনের স্মারকলিপির পর পরই নড়েচড়ে বসলেন কক্সবাজার পুলিশ।

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২২

উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপির প্রদানের পর থেকেই নড়েচড়ে বসলেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। যার পরিপ্রেক্ষিতে শহরজুড়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় একের পর এক গ্রেপ্তার হচ্ছেন অপরাধীরা। উদ্ধার করা হচ্ছে ছিনতাইয়ে ব্যবহৃত ছোরা ও মুখোশ সহ বিভিন্ন সরঞ্জাম।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস জানান, সোমবার সন্ধ্যা থেকে সারারাত অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভার লাবণী পয়েন্ট, বন বিভাগ কল্লোল পয়েন্ট, হোটেল কক্স টু ডের সামনের রোডের আশপাশ, সুগন্ধা পয়েন্ট, কলাতলী, ইকো ডিভাইন রিসোর্টের আশপাশ এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি , মাদক দ্রব্য, চুরি, ছিনতাই ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ভুক্তভোগী, স্থায়ী জনসাধারণ এবং পর্যটকদের দাবি জনসাধারণের জান-মালের নিরাপত্তার স্বার্থে এই বিশেষ অভিযান অব্যাহত থাকুক এমনটাই চাওয়া তাদের।

এদিকে অফিসার্স এসোসিয়েশনের দাবি এই অভিযান অব্যাহত রাখার পাশাপাশি তাদের সবগুলো দাবি পূরণ করা হউক। তাদের দাবিগুলো হলো-

১. বর্তমান চলমান অভিযান অব্যাহত রাখার পাশাপাশি কক্সবাজারের সবচেয়ে রিস্কি জোন বাসটার্মিনাল থেকে ডলফিন মোড় পুলিশ টহল আরো জোরদার করা।

২. ডাটাবেইজ তৈরি করে পুলিশ প্রশাসন কতৃক টমটম অটোরিকশা ও সিএনজি গাড়ির ড্রাইভারদের গলায় পরিচয় পত্র ঝুলানো।

৩. পর্যটক বহনকারী গাড়ি রং আলাদা ও ইউনিফর্ম পরিধান করা,

৪. পর্যটক বহনকারী সকল গাড়ি হলিউডে মোড় পর্যন্ত ঢুকতে দেওয়া।

৫. অফিসার্স এসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা এডভোকেট রেজাউল করিম রেজার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা।




error: Content is protected !!