স্মার্টফোনে নতুনত্বের ছোঁয়া

প্রকাশিত: ৬:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

আর কয়েকদিন পরই শেষ হতে যাচ্ছে ২০১৯ সাল। প্রযুক্তি দুনিয়ায় নানা কারণে আলোচিত বিদায়ী এ বছর। চলতি বছরে স্মার্টফোনের ডিজাইন ও ফিচারে এসেছে আমূল পরিবর্তন। ক্যামেরা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থায় সর্বাধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে। এসব প্রযুক্তি ও ফিচার বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনকে করেছে আরো আকর্ষণীয়।

ক্যামেরা
২০১৯ সালে স্মার্টফোনের ক্যামেরায় পরিবর্তন এসেছে। বছরের শুরুর দিকে অনার ভিউ ২০ স্মার্টফোনে প্রথম ফ্রন্ট ক্যামেরায় লেজার ড্রিলড পাঞ্চ-হোল নচ ব্যবহার করা হয়। এরপর বছরজুড়ে স্যামসাংয়ের গ্যালাক্সি ১০প্লাস, শাওমির নোট ১০, ভিভোর জেডওয়ান প্রো স্মার্টফোনে এ প্রযুক্তির ব্যবহার সবচেয়ে আলোচিত হয়েছে। এটি স্মার্টফোনে ফ্রন্ট ক্যামেরার ডিজাইনে ভিন্নতা এনেছে। বিদায়ী বছরে মেইনস্ট্রিম স্মার্টফোনগুলোয় পপ-আপ সেলফি ক্যামেরার ব্যবহার ভিন্ন মাত্রা যুক্ত করেছে। ডিসপ্লের আকার তুলনামূলক বড় করার জন্য ব্যবহার হওয়া স্মার্টফোনের এ ভিন্নরূপী ডিজাইন গ্রাহকরা পছন্দ করেছে। বছরজুড়ে বাজারে আসা শাওমির রেডমি কে২০ প্রো, রিয়েলমি এক্স, ওয়ালপ্লাস ৭, ওয়ানপ্লাস ৭টি, ৭টিপ্রো, অপোর রেনো ১০এক্স জুম, স্যামসাং গ্যালাক্সি এ৮০, ভিভোর ভি১৫ প্রো, ভি ১৭ প্রোসহ বিভিন্ন মডেলের স্মার্টফোনে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে।
সারা বছরজুড়েই স্মার্টফোনের ক্যামেরা ছিল আলোচনার কেন্দ্রে। এ সময় বিভিন্ন কোম্পানি রীতিমতো প্রতিযোগিতা করে স্মার্টফোনের মেগাপিক্সেল বাড়িয়েছে। ক্যামেরার ক্ষেত্রেও বছরের শুরুর দিকে মাইলফলক স্থাপন করে অনার ভিউ ২০ স্মার্টফোনটি। প্রথম ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা বাজারে আসে এ স্মার্টফোনটির মাধ্যমে। এরপর ওয়ানপ্লাস ৭, ওয়ানপ্লাস ৭ প্রো, ওয়ানপ্লাস ৭টি, ওয়ানপ্লাস ৭টি প্রো, অপো এফ১১ প্রো, অপো রেনো, শাওমির রেডমি কে২০ প্রো, নোট ৭, নোট ৭ প্রো, মি এ৩, রিয়েলমি ৫ প্রো, স্যামসাংয়ের গ্যালাক্সি এম৩০এস, রিয়েলমি ৫এসসহ বেশ কয়েকটি স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়ে

ব্যাটারি
বিদায়ী বছরে স্মার্টফোন বাজারে আলোচিত বিষয় ছিল বাড়তি সময় চার্জ ধরে রাখার সুবিধা। আর গ্রাহকদের এ সুবিধা প্রদানে বিভিন্ন কোম্পানি নিজেদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ৪-৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) ব্যাটারি যুক্ত করেছে। এ সময় দামি ফোনগুলোর পাশাপাশি তুলনামূলক কম দামি স্মার্টফোনেও ৪ হাজার এমএএইচ ব্যাটারি ব্যবহার করতে দেখা গেছে। বছরজুড়ে ৪ হাজার এমএএইচ ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম৩০এস, শাওমির রেডমি নোট ৮ প্রো, ভিভোর ইউ১০, ইইউ২০, জেড১ প্রো, রিয়েলমির এক্সটি, ৫ প্রো, অপোর এফ১১ প্রো, এ৯ মডেলের স্মার্টফোন সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।

নিরাপত্তা
স্মার্টফোনের নিরাপত্তায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যবহার আগে হলেও চলতি বছর আলোচনা হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার নিয়ে। এ প্রযুক্তি পেছনের নচে নয়, বরং ডিসপ্লের ভেতরের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের সুবিধা দিচ্ছে গ্রাহকদের। ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে সর্বাধুনিক এ প্রযুক্তির যাত্রা হলেও পিছিয়ে নেই অন্য কোম্পানিগুলোও। স্যামসাং, শাওমি, অপো, ভিভো বিভিন্ন মডেলের স্মার্টফোনে বিশেষ এ ফিচার সংযুক্ত করেছে। এর মধ্য দিয়ে স্মার্টফোনের নিরাপত্তা ফিচার নতুন মাত্রা পেয়েছে।




error: Content is protected !!