হবিগঞ্জের সুলতানশীতে জমিজমা সংগ্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা মহিলা আহত
নিজস্ব প্রতিনিধিঃ-
গতকাল শণিবার ১১টায় সদর উপজেলার সুলতানশী গ্রামে জমিজমা সংগ্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জহুর চান বিবি (৫০) নামে এক বৃদ্ধা মহিলা আহত হয়েছে।
জানাযায়, দির্ঘ্যদিন যাবৎ নিরিহ আতর আলীর ছেলে ব্যবসায়ী সুহেলের সাথে একেই গ্রামের ছুরৎ আলীর ছেলে টেক্কা কামাল মিয়া, ফারুক মিয়া ও টিটু মিয়ার সাথে জমিজমা বিরোধ চলে আসছে। গত শণিবার সূহেলের বাড়ীর উঠানে প্রতিপক্ষরা জুর পূর্বক বেড়া দিতে আসলে সুহেলের মা বেড়া কেন দিচ্ছে জিগ্গাস করা মাত্র। ছুরৎ আলীর ছেলেরা নিরিহ বৃদ্ধা জহুর চান বিবি কে বেধরক মারপিট করে মারাত্তক আহত করে। এখবর শুনে ব্যবসায়ী সুহেল বাড়ীতে গিয়ে তার মাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। সূহেল জানায়, প্রায় ছয় মাস যাবৎ টেক্কা কামাল গংরা সুহেল মিয়ার বসত বাড়ীর একটি অংশ যবর দখল করার পায়তারা করে আসছে। প্রতি পক্ষরা এতই দূর্ধষ যে তিন ভাই-ই আদালতের দাগী আসামী, টেক্কা কামাল- ধর্ষন মামলায় ১৪ বছর সাজা ভূগ করে এখন এলাকায় আরো বেপরোয়া, ফারুক দুটি হত্যা মামলায় বর্তমানে সিলেট জেল খানায় আছে, টিটু ১৬ বছরের স্কুল ছাত্রী কে ধর্ষন মামলায় দুই বছর সাঝা ভোগ করার পর বর্তমানে জামিনে আছে। নিরিহ সূহেল কোন উপায়ান্তর না পেয়ে জমি উদ্ধারে ১টি ও জুডিশিয়াল কৌটে ও একটি আদালতে মামলা দ্বায়ের করেছে। সূহেলের পরিবার কে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে টেক্কা কামালের পরিবার ও তার বোন একাদিক স্বামী পরিতক্তা নাজমা। সূহেল আরো জানায়, আমি জিবনের নিরাপত্তাহীনতায় ভূগছি আমাকে যে কোন সময় তারা হত্যা করতে পারে। এলাকার জনপ্রতিনিধি মুরুব্বিয়ানরা ও সুহেল কে অপারগতা প্রকাশ করছেন। প্রতি মুহুর্ত আতংকে দিনাতিপাত করছে সুহেলের পরিবার। এব্যাপারে প্রশাসনের সাহায্য চায় নিরিহ সূহেল।