হবিগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার অংশ হিসেবে দুইদিন ব্যাপী লোক উৎসব ও বাউল মেলা শুরু হচ্ছে আগামীকাল রবিবার (২৭ মার্চ)। জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন নিমতলায় লোক উৎসব ও বাউল মেলা চলবে আগামী সোমবার (২৮ মার্চ) পর্যন্ত।
হবিগঞ্জ শিল্পকলা একাডেমী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এতে অংশ নিবেন বাউল কিরণ চন্দ রায়, চন্দনা মজুমদার, বাউল আব্দুর রহমান, বাউল সুকুমার দাস, বাউল রণেশ ঠাকুর, বাউল হাবিল সরকার, ইমরান খন্দকার, সৈয়দ আশিকুর রহমান সহ আরো অনেক বাউল শিল্পী ও বাউল সংগঠনেরা৷
২৭ ও ২৮ মার্চ সন্ধ্যা ৬.০০ টা থেকে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে বর্ণাঢ্য এই লোক উৎসব ও বাউল মেলার কার্যক্রম শুরু হবে।