হবিগঞ্জে আমার সংবাদের প্রতিষ্টা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২

জেলা প্রতিনিধি হবিগঞ্জ।।
হবিগঞ্জে আলোচনা সভা, কেক কাটাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক আমার সংবাদ এর ১০ বছরে পর্দাপণ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার দুপুর ১ ঘটিকায় হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর মোঃ আব্দুল কাদির এর পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার সর্বোচ্চ বিদ্যাপীট বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ ইলিয়াস বখ্স চৌধুরী জালাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডিবিসির জেলা প্রতিনিধি, মো: ফজলুর রহমান, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি, মোহাম্মদ নাহিজ, চ্যানেল আইয়ের প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক আরটিভির জেলা প্রতিনিধি, সায়েদুজ্জামান জাহির, একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি, আবু সালেহ মো: নুরুজ্জামান চৌধুরী শওকত, দৈনিক মানককন্ঠের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আসিনুজ্জামান চৌধুরী রতন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম, মোহনা টিভির জেলা প্রতিনিধি ছানু মিয়া, দৈনিক নয়া শতাব্দির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, দৈনিক আজকের সংবাদের জেলা প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, সত্যে সংবাদ এর সম্পাদক নায়েব হোসাইন, শাহ আলম, জাহেদ আলী মামুন, এম আর শায়েল, দৈনিক আমার সংবাদ নবীগঞ্জ প্রতিনিধি এম মজিবুর রহমান, বাহবল প্রতিনিধি জুবায়ের আহমেদ, চুনারুঘাট মীর জামাল আহমেদ, বানিয়াচং আল আমিন খাঁন, আজমিরীগঞ্জ কনৌজ ব্যর্নাজী,লাখাই আব্দুল হান্নান, শায়েস্তাগঞ্জ মোতাব্বির হোসেন কাজল, মাধবপুর আলমগীর কবির, বিশিষ্ট ঠিকাদার সজল চৌধুরী, মাসুম বিল্লাহ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সাংবাদিকরা করোনাসহ বিভিন্ন সময়ে দেশের উন্নয়নে ভূমিকা রেখেছেন। দৈনিক আমার সংবাদ দেশের একটি জনপ্রিয়তা পত্রিকা তা ধরে রাখতে হবে।




error: Content is protected !!