সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মহাসড়কে ট্রাক ও প্রাইভেট
কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে । এ ঘটনা খবর পেয়ে
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার
করে হাইওয়ে থানায় নিয়ে আসে । দূর্ঘটনায় নিহতরা হলেন –
বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভর পাশা গ্রামের ইউনুস বেপারি
ছেলে প্রাইভেট কার চালক হারুন বেপারি (৩৪) , পটুয়াখালী জেলার
গলা চিপা থানার বোয়া লিয়া গ্রামের মোজ আলী ছেলে মোঃ জামাল
(৪০), মোঃ এনামুল আলী (৩৫) ও একই জেলার গলাচিপা থানার
বোয়া লিয়া গ্রামের মোজ আলীর মেয়ে এবং মোঃ জামাল আলী
সহধর্মিণী কামরুন্নাহার (৩৫) , মোঃ জামাল আলী ছেলে মোঃ
অনন্ত (১১) । বুধবার (০২ মে) গভীর রাতে মাধবপুর উপজেলার
বাঘাসুরা ইউনিয়নে হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে । বিষয়টি
নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ
(ওসি) বদরুল আলম । স্থানীয়রা বলেন , রাত প্রায় দুই টা দিকে
প্রথমে চুনারুঘাটে মুড়ারবন্দ মাজার শরীফ জিয়ারত শেষ করে ।
পরে সিলেট মাজার জিয়ারত শেষে প্রাইভেট কার যোগে ঢাকা
ফিরছিলেন চালক সহ পরিবারের ৫ জন । তাদের বাড়ি ঢাকা সাভার
এলাকায় বসবাস করে । সিলেট – ঢাকা মহাসড়কে সিলেট গামী একটি
ট্রাকের সাথে মাধবপুর হরিতলা এলাকায় এলে ট্রাকের সাথে
প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলে পাঁচজন
নিহত হন । শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এ ঘটনা খবর পেয়ে
ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।