মোঃজামাল হোসেন লিটনঃ হবিগঞ্জ পৌঁছেছে ৭২ হাজার ডোজ করোনা টিকাb। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টিকাগুলো হবিগঞ্জ এসে পৌঁছায়।
জেলা স্বাস্থ্য বিভাগ এই টিকা গ্রহণের পর সেগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করে। আগামী ৭ ফেব্রুয়ারি টিকা প্রয়োগ শুরু হবে।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুস্তাফিজুর রহমান বলেন, ৭২ হাজার ডোজ টিকা হাতে পেয়েছি। এই টিকা ইপিআই স্টোরে ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় সংক্ষণ করা হবে।
তিনি বলেন, প্রথমে টিকা শুধু জেলা সদরে দেয়া হবে। এ জন্য প্রথম শ্রেণির নার্সদের প্রশিক্ষণ দেয়া হবে।