হবিগঞ্জ নোয়াপাড়া ইউপি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে জাতীয় সম্মাননা গ্রহণ করেছেন ইউপি চেয়ারম্যান সৈয়দ সোহেল
রাকিব উদ্দিন লস্করঃ
আজ ১৬ অক্টোবর রবিবার, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল ইসলাম পিএএ, মন্ত্রী পরিষদ সচিব ( সমন্বয় ও সংস্কার) মোঃ সামসুল আরেফিন, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল মোঃ রাশেদুল হাসান ও ইউনিসেফ বাংলাদেশ এর অফিসার ইনচার্জ ডাঃ সাজা ফারুক আব্দুল্লাহ।
আলোচনা সভা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল কে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ও বিশেষ অতিথি বৃন্দ।