হবিগঞ্জ- শায়েস্তাগঞ্জে আনসার – ভিডিপির

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

বৃক্ষরোপন অভিযান

সৈয়দ আখলাখ উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ
সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় আনসার – ভিডিপির উদ্যোগে ২৬৩টি গ্রামে
দুইটি করে ফলজ ও বনজ গাছের মোট ৫২৬টি চারা রোপন করা হয়েছে। জানা
যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগত বার্ষিকী ও স্বাধীনতার
সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
মহাপরিচালকের পক্ষে হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট এ এইচ এম মেহেদী হাসান এর
সার্বিক দিক নির্দেশনায় এসব গাছের চারা বিতরণ করা হয়। তন্মধ্যে
হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরসভা ছাড়াই হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া,
রিচি, লোকড়া, পৈইল, লস্করপুর, গোপায়া, নিজামপুর, রাজিউড়া ইউনিয়নে
২৪৬টি গ্রামে ২টি করে মোট ৪৯২টি এবং শায়েস্তাগঞ্জ উপজেলায়
শায়েস্তাগঞ্জ, নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে ১৭টি গ্রামে ২টি করে
মোট ৩৪টি গাছের চারা রোপন করা হয়েছে।
এসব গাছের চারা ইউনিয়নের সকল দলনেতা – দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী,
ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, ইউনিয়ন সহকারি আনসার প্লাটুন
কমান্ডার, উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার ও উপজেলা সহকারি মহিলা
আনসার প্লাটুন কমান্ডারকে দেওয়া হয়। চারা গাছ গুলো সরকারি রাস্তা,
আনসার ও ভিডিপি ক্লাব সমিতি এবং আনসার ও ভিডিপি কার্যালয়ের
আশে পাশে রোপন করতে বলা হয়েছে। বুধবার হবিগঞ্জ সদর উপজেলা আনসার
ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা বিতরন করেন উপজেলা আনসার ও
ভিডিপি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খাঁন । এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা প্রশিক্ষক মোঃ তানজিন আহমদ, উপজেলা প্রশিক্ষিকা রেখা রানী শুল্কা
বৈদ্য প্রমুখ। #




error: Content is protected !!