হবিগন্জ মাধবপুরের দীর্ঘ আট মাসেও শিক্ষা প্রতিষ্টানের সাইনবোর্ডে প্রতিষ্টাতার পূর্ণনাম প্রতিস্থাপন করা হয়নি
রাকিব উদ্দিন লস্কর,মাধবপুর হবিগঞ্জ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে প্রায় ৮ মাস আগে শিক্ষা প্রতিষ্টানের সাইনবোর্ড,ডাটাবেইজ,প্যাডে সংক্ষিপ্ত নামের পরিবর্তে পূর্ণনাম ব্যবহারের নির্দেশনা দেওয়া হলেও মাধবপুর উপজেলার প্রাচীন বিদ্যাপীট জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজের সাইনবোর্ডে এখনো জগীশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজ নামটিই ব্যবহৃত হচ্ছে।আজ শনি বার(৩ সেপ্টেম্বর) সকালে শিক্ষা প্রতিষ্টানটিতে গিয়ে এমনটাই দেখা গেছে।এ ব্যাপারে বেশ কয়েকজন এ প্রতিনিধির সাথে আলাপকালে ক্ষোভ প্রকাশ করে বলেছেন এতোদিনেও কর্তৃপক্ষ প্রতিষ্টানের সাইনবোর্ডে প্রতিষ্টাতার পূর্ণনাম ব্যবহার করার প্রয়োজনীয়তা বুঝতে না পারাটা দুঃখজনক।
২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক স্মারকে (৩৭.০২.০০০০.১০১.৯৭.০০১.২১.১৯৭) দেশের সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টানে দাপ্তরিক ও অন্যান্য প্রয়োজনে দৃশ্যমান সাইনবোর্ড,শিক্ষা প্রতিষ্টানের প্যাড ও ডাটাবেইজ সংশোধন করে পূর্ণনাম ও প্রতিষ্টাকালের উল্লেখ নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করে।নির্দেশনার আলোকে জগদীশ জেসি হাইস্কুল এন্ড কলেজের নাম সংশোধন করে এর প্রতিষ্টাতা বিখ্যাত জমিদার যোগেশ চন্দ্রের পূর্ণনাম ব্যবহার করার নিয়ম থাকলেও আজ পর্যন্ত তা পালন করেনি কর্তৃপক্ষ।এ ব্যাপারে জগদীশপুর এলাকার কয়েকজনের সাথে কথা হয়।তারা ক্ষোভ প্রকাশ করে বলেন সরকারী নির্দেশনা প্রতিপালনে প্রতিষ্টান প্রধানের এমন উদাসীনতা অগ্রহণযোগ্য।প্রতিষ্টানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নুরুল্লাহ ভুইয়ার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, “এটা করতে একটু সময় লাগবে।” নির্দেশনা জারী হওয়ার পর ৮ মাসেও এটা করা গেলো না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা অচিরেই এ কাজটা করে ফেলবো।”
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ এ বিষয়ে বলেন, “এমন হওয়ার তো কথা নয়।” তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান।