হবিগন্জ মাধবপুরে পিয়াইম গণ পাঠাগারের ১ম প্রতিষ্টা বার্ষিকী পালিত
রাকিব উদ্দিন লস্কর, মাধবপুর হবিগঞ্জ।
মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গণ পাঠাগারের ১ম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে।গত বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) এ উপলক্ষে পিয়াইম গণপাঠাগারে এক অনুষ্টানের আয়োজন করা হয়। এতে মিসবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন চৌধুরী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট লেখক মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ,শিক্ষা কর্মকর্তা ও ছাতিয়াইন গ্রামের কৃতি সন্তান মোঃ আলী আহসান,আওয়ামী লীগ নেতা শাহীন মিয়া মহালদার মনির,ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ, মহসিন আহমদ প্রমুখ।
এর আগে পাঠাগার সম্পাদক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও কবি মোস্তফা কামাল স্বাগত বক্তব্য রাখেন।
সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে বক্তাগণ বই পড়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব প্রদীপ রায়হানের একান্ত প্রচেষ্টায় গত বছর পিয়াইম গণ পাঠাগারটি স্থাপিত হয়।