হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু রবিবার

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (অনার্স) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

গত রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ৪টি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ জানুয়ারি থেকে মেধাতালিকায় ইউনিট ভিত্তিক ভর্তি শুরু হবে। ’এ’ ইউনিটের ভর্তি সম্পন্ন  হবে ৫ জানুয়ারি, ’বি ’ ইউনিটের ভর্তি সম্পন্ন হবে ৬ জানুয়ারি এবং ৭ জানুয়ারি ’সি’ ও ’ডি’ ইউনিটের ভর্তি সম্পন্ন হবে।

এ ছাড়া অপেক্ষমাণ তালিকায় থাকা পরীক্ষার্থীদের অনলাইনে রিপোর্টিং ৮ ও ৯ জানুয়ারি এবং তাদের ভর্তি ‘এ’ ও ‘ডি’ ইউনিট ১৩ তারিখ এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের ১৪ তারিখ ভর্তি সম্পন্ন হবে।

আগামী ১৯ জানুয়ারি ওরিয়েন্টেশন ও ২০ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) ভিজিট করুন।




error: Content is protected !!