হাটহাজারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে দেখতে গেলেন ইউএনও
আসলাম পারভেজ,, হাটহাজারী★
চট্রগ্রামের হাটহাজারী উপজেলার মাদার্শা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের দেখতে গেলেন ইউএনও মোহাম্মদ রুহুল আমিন। মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারী) বেলা ১১টার সময় তিনি উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ৬নং
ওয়ার্ডের আনিস চৌধুরী বাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ১৩ বান্ডিল টিন,৩৯০০০ হাজার টাকা, ২৬টি কম্বল পৌছে দেন। এ সময় উপস্থিত
ছিলেন উত্তর মাদার্শা ইউনিয়নে চেয়ারম্যান মঞ্জর মাসুদ চৌধুরী। গত রোববার(১৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের আনিস চৌধুরী বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ ঘর পুড়ে ছাই হয়েছে। হাটহাজারী ফায়ার
সার্ভিসের একটি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টিনসেড কাঁচা ঘর হওয়ায় নিয়ন্ত্রণের আগেই বদিউল আলম, মাহবুবুল আলম, শফি
সওদাগর, হেলাল চৌধুরী, রফিক চৌধুরী, কফিল চৌধুরী, ফোরক সওদাগর, নুরুল হক,আবুল খায়ের, জামাল উদ্দিন, ফরিদুল আলম মাস্টার, হাঁচি মিয়া ও নন্না মিয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়।