হাটহাজারীতে কাঠ পাচারকালে মূল্যবান সেগুন কাঠ জব্দ

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

আসলাম পারভেজ,হাটহাজারী

হাটহাজারীতে কাঠ পাচারকালে মূল্যবান সেগুন গাছ জব্দ করেছে উপজেলা
প্রশাসন। মঙ্গলবার (১৮ আগষ্ট )বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন অভিযান পরিচালনা করে
এ সব কাঠ জব্দ করা হয়। এ সময় ফরেষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও ) মোহাম্মদ রুহুল আমিন বলেন,
উপজেলার উদালিয়া,ফকির টিলা এলাকায় কাঠ পাচারের খবর পেয়ে আমি দ্রুত উক্ত
এলাকার নাছিরের বাড়ির পেছন থেকে অভিযান পরিচালনা করে প্রায় ১৫৪ পিচ সেগুন
গাছের রদ্দা জব্দ করি। কাঠ গুলো খাল দিয়ে পাচার করে থাকেন চোরাকারবারিরা এদিকে উত্তর হাটহাজারীর পাহাড়ি এলাকা হওয়ার সুবাদে ও ছড়া ও খাল থাকার সুবাদে প্রতিদিন কাঠ পাচার হয়ে থাকে তবে কর্তৃপক্কের লোকজন জেনেও না জানার বান ধরে আছে।




error: Content is protected !!