হাটহাজারীতে দুই উপজেলার স্থানীয় সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

আসলাম পারভেজ হাটহাজারী
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে চট্টগ্রামের হাটহাজারীতে প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম, পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক মনসুর আলী প্রমুখ।
প্রসঙ্গত, প্রশিক্ষণে হাটহাজারী ও পাশ্ববর্তী ফটিকছড়ি উপজেলায় কর্মরত প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত ৩৫ জন রিপোর্টার অংশ নিয়েছেন।

প্রশিক্ষণের প্রথম কর্মদিবসে সংবাদ ধারণা, সংবাদ সূচনা ও সংবাদ লেখার কৌশল নিয়ে আলোচনা করেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। আজ মঙ্গলবার দ্বিতীয় কর্মদিবসে রিপাের্টিং ও অনুসন্ধানমূলক রিপাের্টিং এর উপর আলোচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যােগাযােগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মােহাম্মদ সহিদ উল্যাহ এবং আগামীকাল বুধবার সমাপনী কর্মদিবসে ফিচার ও সাক্ষাৎকার বিষয়ে আলোচনা করবেন গাজী টিভি নির্বাহী প্রযোজক মােহাম্মদ সাহাবউদ্দিন।

স্থানীয়ভাবে তিন দিনব্যাপী বুনিযাদী এই প্রশিক্ষণ কর্মশালার সমন্বয় করছে হাটহাজারী প্রেস ক্লাব। আগামীকাল বুধবার ১৬ ফেব্রুয়ারি এ কর্মশালায় অংশগ্রহনকারী সাংবাদিকদের সমাপনীদিনে সনদপত্র বিতরণ করা হবে।

ছবির ক্যাপশন : হাটহাজারীতে প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ইউএনও মো. শাহিদুল আলম।




error: Content is protected !!