হাটহাজারীতে বর্ষা ফাউন্ডেশন’র উদ্যোগে বস্ত্র বিতরণ

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

আসলাম পারভেজ, হাটজাজারীঃ

হাটহাজারীতে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বর্ষা মাল্টিপারপাস কোঃ অপারেটিভ সোসাইটির উদ্যোগে সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বর্ষা ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ে ফাউন্ডেশন এর চেয়ারম্যান লিটন কান্তি মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সভাপতি ড. শিপক নাথ।প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথ।

সুভাষ নাথের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতানুল আলম চৌধুরী, বর্ষার উপদেস্টা সৈয়দ ফরিদ আহম্মদ, হাফেজ আব্দুল ওহাব, ধলই ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আজম, সাংবাদিক বাবলু দাশ।

এসময় আরও উপস্থিত ছিলেন মাস্টার দিলিপ কুমার তালুকদার, নুরুল আলম, শিবু দাশ, টিটু বনিক,মানিক বড়ুয়া, সুমন বৈষ্ণব, শিমূল দাশ,শিপন নাথ, মােহাম্মদ হাসান ও রনজিৎ নাথ।

সভায় বক্তারা বলেন, প্রত্যেকটি ধর্মের একটি মূলনীতি হচ্ছে উপাসনা, শান্তি এবং শৃঙ্খলার মাধ্যমে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করা। সব ধর্মের মূল উদ্দেশ্য শান্তি। কোনো ধর্মই জঙ্গিবাদ সমর্থন করে না। বর্তমান সরকার তারই ধারাবাহিতায় অসাম্প্রদায়িক চেতনায় কাজ করে যাচ্ছে। তাই অহিংসার মনোভাবকে কাজে লাগিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারলেই দেশে শান্তির বার্তা ফিরে আসবে।




error: Content is protected !!