হাটহাজারীতে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২

আসলাম পারভেজ, চট্টগ্রাম থেকে
হাটহাজারীতে পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে
ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, হাটহাজারী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, খোরশেদ আলম শিমুল, আবু তালেব, ন.ম জিয়া চৌধুরী, মোঃ বোরহান উদ্দিন, আবু সাহেদ, ইউপি চেয়ারম্যানদের মধ্যে ফতেপুরের মোঃ জায়নুল আবেদিন, গুমান মর্দ্দনের মুুজিবুর রহমান, নাঙ্গলমোড়ার হারুন অর রশীদ, মির্জাপুরের আকতার হোসেন খাঁন, ব্যবসায়ী নেতা শাহ আলম, শফিউল আলম, রাশেদুল আলম, রেজাউল করিম বাবু, গোবিন্দ প্রসাদ মহাজন, অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত প্রমূখ।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতিনিধিসহ সর্বমহলের সহযোগিতা কামনা করা হয়েছে। এসময় নিয়মিত বাজার তদারকি, নকল ও ভেজাল প্রতিরোধ, মহাসড়ক যানজট নিরসনসহ বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করা হয়।




error: Content is protected !!