আসলাম পারভেজ,হাটহাজারীঃ
হাটহাজারী উপজেলার জনবহুল স্থান গুলোরর মধ্যে একটি হল চৌধুরী হাট। হাটহাজারী উপজেলা সদর থেকে ৬ কি.মি. দক্ষিণে চৌধুরীহাট বাজার। চৌধুরীহাট থেকে শুরু হয়ে আকবরিয়া দিয়ে কাপ্তাই সড়কে শেষ হয় দাতারাম সড়ক। হাটহাজারী চৌধুরী হাট থেকে কাপ্তাই সড়কের লিংক রোড হিসাবে কাজ করে এই পাশ্ব-রাস্তা। চৌধুরীহাট বাজার থেকে শুরু হয়ে রাস্তার দুপাশে গড়ে উঠেছে ছোট বড় বহু দালান। রয়েছে ট্রেনিং সেন্টার সহ আনুমানিক এক ডজন শিক্ষা প্রতিষ্ঠান। আরো আছে চৌধুরি হাট নার্সিং হোম কোরিয়ান APAB সংস্থার ক্লিনিক। রয়েছে গার্মেন্টস ও, যেখানে শতাধিক কর্মী কাজ করে। তাছাড়া রয়েছে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান। প্রতিবছর মাত্র ১ কি.মি. এলাকার ভিতরে প্রায় ৩০ টি পুজা মণ্ডপে অনুষ্ঠিত হয় হিন্দুদের প্রদান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা । শহরতলীর কাছাকাছি হওয়ায় বহু চাকরি জীবিদের বাসস্থান এইখানে। এত জনবহুল স্থান হওয়া সত্বেও এই সড়কের হাল বেহাল হয়ে আছে বছরের পর বছর ধরে। একটু বৃষ্টি হলেই হাটু পরিমাণ পানি রাস্তার উপর গড়াতে থাকে। এইখানেই শেষ নয় বৃষ্টির পানিতে নালার সব ময়লা উঠে আছে রাস্তার উপর। বৃষ্টি থেমে গেলেও আবর্জনা যুক্ত পানি রাস্তার উপর জমে থাকে দিনের পর দিন। চৌধুরী হাট বাজার থেকে লাইনের সিএনজি চলে আকবরীয় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পথ ভাঙ্গা রাস্তা হওয়ার কারণে যেতে সময় লাগে ৪০ মিনিটের বেশি, যাত্রীদের ভাড়া ও গুনতে হয় অতিরিক্ত।
তবুও কেন এই সড়কের উন্নয়ন করা হচ্ছে না তা সাধারণ মানুষের অজানা। এই এলাকায় বসবাসকারী জনগনের সমস্যা যেন দেখার মত কেউ নেই। জনসাধারনের এই সমস্যা নিয়ে কারো মাথা ব্যাথা নেই উত্ত সড়ক দিয়ে কয়েকটি শিক্কা প্রতিষ্টানের ছাত্ররা যাওয়া আশা করে থাকে। তাই অতি দ্রত এই সড়কের কাজ করার দাবী জানিয়েছেন পথচারি ও স্হানীয় লোকজন।।