হাটহাজারী বাসস্ট্যান্ডে পৌরসভার অর্থায়নে স্বাস্থ্যসম্মত শৌচাগার হচ্ছে
আসলাম পারভেজ,হাটহাজারীঃ
উত্তর চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে হাটহাজারী বাসস্ট্যান্ড। চট্টগ্রাম শহর থেকে এসে এখানে দুটি রাস্তা দুই গুরুত্বপূর্ণ জেলার দিকে গেছে।এ এছাড়াও জেলার অন্যতম উপজেলা ফটিকছড়ি, রাউজানতো আছেই।আবার খাগড়াছড়ি থেকে এসে হাটহাজারী বাসস্ট্যান্ড হয়ে রাঙ্গামাটি এবং রাঙ্গামাটি থেকে এসে বাসস্ট্যান্ড হয়ে খাগড়াছড়ি যেতে হয় বিধায় হাটহাজারী বাসস্ট্যান্ড গুরুত্ব অনেক বেশী।
উত্তর চট্টগ্রাম এবং দুই পাহাড়ী জেলার কোন বাসস্ট্যান্ড শহরে নেই।অক্সিজেনে বর্তমানে অস্থায়ী বাসস্ট্যান্ডটি যে কোন মুহুত্বে উচ্ছেদ হয়েগেলে, তখন হাটহাজারী বাসস্ট্যান্ডকে উত্তর চট্টগ্রামে জেলা বাসস্ট্যান্ড করা হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।তাই এখন থেকে পরিকল্পনা জরুরী।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার যোগদানের পর থেকে চেষ্টা করে যাচ্ছেন,এখানের অবৈধ দখল ধারীদের কাজ থেকে জমি দখলে নিয়ে বাস সিএনজি সহ অন্যান্য যানবাহন দাড়ানোর ব্যবস্থা করার।তিনি অনেক প্রতিকুলতার মাঝেও সফল হয়েছেন।কিন্তু এত কিছুর পরেও হাটহাজারী বাসস্ট্যান্ডে যানজট কমেনি।সিএনজি বেবীর কারনে এখানে যানজট লেগেই থাকে।এ যানজটের জন্য তবে দায়ী দায়িত্বরত ট্রাফিক পুলিশ।
হাটহাজারী বাসস্ট্যান্ডের উচ্ছেদকৃত জায়গায় পরিবহণ সেবার সাথে সংশ্লিষ্টদের জন্য হাটহাজারী পৌরসভার সকল কাউন্সিলর এবং সহায়ক সদস্যদের সহায়তায় মোতাবেক হাটহাজারী পৌরসভার অর্থায়নে আধুনিক, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত শৌচাগার নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন পরিবহণ সেবার সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং নেতৃবন্দরাও ইউএনওকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।