
আসলাম পারভেজ,হাটহাজারীঃ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলা ভূমি অফিসের রেকর্ড রুম পরিদর্শন করেন তিনি। এসময় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহসহ উপজেলা ও ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে হাটহাজারী উপজেলা ভূমি অফিসের রেকর্ডরুম পরিদর্শন করায় সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে বিভাগীয় কমিশনার এবিএম আজাদ নাজিরহাট কলেজে বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল আইয়ের ২২ বছরে পদার্পণ উপলক্ষে ২০ হাজার গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।