হাটহাজারী রেলষ্টেশন-কৃষি ফার্ম সড়ক উন্নয়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক বরাবরে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “জগরণ”র আবেদনপত্র প্রদান।

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

আসলাম পারভেজ,হাটহাজারীঃ

আজ ১৯ জুলাই,২০২০, দুপুর ১২টায় হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ হাটহাজারী রেল ষ্টেশন -কৃষি ফার্ম সংযোগ সড়কটির উন্নায়ন ও সংস্কারের জন্য ঐতিবাহী সামাজিক সংগঠন “জাগরণে’র উদ্যোগে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক জনাব মোহাম্মদ রুহুল আমিন বরাবরে আবেদনপত্র প্রদান করা হয়। জনাব মো. রুহুল আমিন আফিসে উপস্থিত না থাকায় তাঁর সাথে ফোনে যোগাযোগ সাপেক্ষে ব্যক্তিগত সহককারী উপজেলা এবং পৌরসভাকে আবেদনপত্র হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত- হাটহাজারী পৌরসদরস্থ উক্ত সড়কটির দীর্ঘদিন যাবত্‌ কোন উন্নয়ন বা সংস্কার হয়নি। যার কারণে সড়কটি কাদা-ময়লা ও গর্ত হয়ে পানি জমে থাকার কারণে চলাচলের

অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়াও শুস্ক মৌসুমে ধলা-বালির কারণেও চরম ভোগান্তিতে পড়তে হয়। অথচ গুরুত্ব সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষা‍র্থী আলীপুর রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীপুর রহমানীয়া স্কুল এন্ড কলেজ, আলীপুর নূরানী মাদরাসাসহ অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। এবং সড়কটির উপর হাটহাজারী গরুহাটও বসে। গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন অপিহার্য হয়ে পড়ে।

জাগরণ সভাপতি জনাব মো. খায়রুন্নবী বলেন- সামাকিক দায়িত্ববোধ থেকে সড়কটি উন্নয়নের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করছি। আশা করি কর্তৃপক্ষ অতীব গুরুত্বপূর্ণ সড়কটি পরিদর্শন করে দ্রুত উন্নয়ন বা সংস্কারে এগিয়ে আসবেন।
জাগরণের সহ সভাপতি জনাব ইউনুস খন্দকার বলেন- এ সড়কটির উপর নির্ভর করে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যত্‌ ক্যারিয়ার। সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াত হয়। সড়কের দুরবাস্থার কারণে আনেক শিক্ষার্থী ক্লাসে নিয়মিত হয় না। আবার অনেকে আসার পথেজ পাপিছলে পড়ে কাদাযুক্ত হয়ে ঘরে ফিরে যায়। অনেককে দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন উপর দিয়ে হেটে যেতে। গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়নে দ্রুত কাজ করা জরুরী।
এই সময় উপস্থিত ছিলেন- জানগরণ সভাপতি মোঃ হাটহাজারী রেলষ্টেশন-কৃষি ফার্ম সড়ক উন্নয়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক বরাবরে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “জগরণ”র আবেদনপত্র প্রদান।

১৯ জুলাই,২০২০, দুপুর ১২টায় হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ হাটহাজারী রেল ষ্টেশন -কৃষি ফার্ম সংযোগ সড়কটির উন্নায়ন ও সংস্কারের জন্য ঐতিবাহী সামাজিক সংগঠন “জাগরণে’র উদ্যোগে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক জনাব মোহাম্মদ রুহুল আমিন বরাবরে আবেদনপত্র প্রদান করা হয়। জনাব মো. রুহুল আমিন আফিসে উপস্থিত না থাকায় তাঁর সাথে ফোনে যোগাযোগ সাপেক্ষে ব্যক্তিগত সহককারী উপজেলা এবং পৌরসভাকে আবেদনপত্র হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত- হাটহাজারী পৌরসদরস্থ উক্ত সড়কটির দীর্ঘদিন যাবত্‌ কোন উন্নয়ন বা সংস্কার হয়নি। যার কারণে সড়কটি কাদা-ময়লা ও গর্ত হয়ে পানি জমে থাকার কারণে হাটাচলার অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়াও শুস্ক মৌসুমে ধলা-বালির কারণেও চরম ভোগান্তিতে পড়তে হয়। অথচ গুরুত্ব সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষা‍র্থী আলীপুর রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীপুর রহমানীয়া স্কুল এন্ড কলেজ, আলীপুর নূরানী মাদরাসাসহ অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। এবং সড়কটির উপর হাটহাজারী গরুহাটও বসে। গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন অপিহার্য হয়ে পড়ে।

জাগরণ সভাপতি জনাব মো. খায়রুন্নবী বলেন- সামাকিক দায়িত্ববোধ থেকে সড়কটি উন্নয়নের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করছি। আশা করি কর্তৃপক্ষ অতীব গুরুত্বপূর্ণ সড়কটি পরিদর্শন করে দ্রুত উন্নয়ন বা সংস্কারে এগিয়ে আসবেন।
জাগরণের সহ সভাপতি জনাব ইউনুস খন্দকার বলেন- এ সড়কটির উপর নির্ভর করে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যত্‌ ক্যারিয়ার। সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াত হয়। সড়কের দুরবাস্থার কারণে আনেক শিক্ষার্থী ক্লাসে নিয়মিত হয় না। আবার অনেকে আসার পথে পাপিছলে পড়ে কাদাযুক্ত হয়ে ঘরে ফিরে যায়। অনেককে দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন উপর দিয়ে হেটে যেতে। গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়নে দ্রুত কাজ করা জরুরী।

এই সময় উপস্থিত ছিলেন- জানগরণ সভাপতি মো. খায়রুন্নবী, সহ সভপতি মো ইউনুস খন্দকার, সাধারণ সম্পাদক অনুপম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদুল্লাহ সিকদার, সদস্যদের মধ্যে যথাক্রমে- ইবরাহীম খলিল সিকদার, জানাব শাহ আলম খান, মো. রিজুয়ান, মোনায়েম আহমেদ সুহান, মো. আরমান প্রমুখ খায়রুন্নবী, সহ সভপতি মো ইউনুস খন্দকার, সাধারণ সম্পাদক অনুপম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদুল্লাহ সিকদার, সদস্যদের মধ্যে যথাক্রমে- ইবরাহীম খলিল সিকদার, জানাব শাহ আলম খান, মো. রিজুয়ান, মোনায়েম আহমেদ সুহান, মো. আরমান প্রমুখ




error: Content is protected !!