হাটহাজারী সরকার হাট বেকারীতে অভিযানঃ ৪০ হাজার টাকা জরিমানাঃ৭ দিন বন্দ্ব রাখার নির্দেশ
হাটহাজারী( চট্রগ্রাম) প্রতিনিধিঃ
হাটহাজারী উপজেলার সরকার হাট বাজারে অভি বেকারিতে অভিযান চালিয়ে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ মেয়াদোত্তীর্ন উপকরণ এবং ক্ষতিকর রং ব্যবহারের জন্য বেকারির মালিক নুরুল আফসার কে৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। আজ ২৫ শে অক্টোবর রবিবার বেলা ২টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এই অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে দেখা যাই যেসমস্ত রং বা চকলেট পাউডার ব্যবহার করা হয় সেগুলোর অবস্থাও শোচনীয়।ক্ষতিকর খোলা বাজারের রং ব্যবহার করতে করতে পুরানো হয়ে দলা পাকাই গেছে,চকলেট পাউডার পুরনো হয়ে কালো হয়ে গেছে বর্তমানে পোকাও ধরেছে।