হামলার ২৪ ঘন্টার মধ্যে দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

মিঠুন গোস্বামী রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাময়িক বরখাস্ত প্রাপ্ত মেডিকেল এসিস্ট্যান্ট মনোয়ার হোসেন জনিকে কুপিয়ে জখম করে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে জনি বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলার কয়েক ঘন্টা ও হামলার ২৪ ঘন্টার মধ্যে দুই জন আসামীকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো আলম মিয়ার ছেলে রানা মিয়া ও আব্বাসের ছেলে মজনু। তারা উভয়েই রাজবাড়ীর পাংশা পৌরসভার কুড়াপাড়ার বাসিন্দা। শনিবার (১৭ এপ্রিল) রাতে তাদেরকে গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ।

উল্লেখ, বুধবার (১৪ এপ্রিল) রাত ৭.৫০ নাগাদ হাসপাতালের মধ্যেই হামলার শিকার হন মনোয়ার হোসেন জনি। একদল অজ্ঞাত দুর্বৃত্তরা এলোপাতাড়ি ভাবে মনোয়ার হোসেন জনি কে হাসপাতালের জরুরি বিভাগের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করে।

এব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, মামলার নথি অনুসারে দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।বাকিদের ও গ্রেফতারের প্রকৃয়া চলছে।




error: Content is protected !!