হিলিতে ইয়ারকি করে রোহিঙ্গা বলার অপরাধে মাইক্রোচালক কে পিটিয়ে হত‍্যাঃ

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২১

আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে ইয়ারকির ছলে রোহিঙ্গা বলার অপরাধে ইলিয়াস আলী (৩৫) নামে এক মাইক্রোচালককে পিটিয়ে হত‍্যার অভিযোগ উঠেছে।
আজ শনিবার বিরামপুর হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় ইলিয়াস আলী মৃত‍্যু বরন করেন।
গত বৃহস্পতিবার হিলি চারমাথা মাইক্রোবাস ষ্ট‍্যান্ডে কতিপয় দুস্কৃত কারীরা ইলিয়াস আলীকে পিটিয়ে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন।
আজ ২৪/০৭/২১ইং হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় ইলিয়াস আলী মৃত‍্যু বরন করেন।
নিহত ইলিয়াস আলী উপজেলার পাইক পাড়া গ্রামের মহসিন আলীর ছেলে বলে জানা যায়।
তিনি বহু দিন যাবৎ মাইক্রোবাসের ড্রাইভিং করে জীবিকা নির্বাহ করে আসছিলে।
এ দিকে ইলিয়াস আলীর মৃত‍্যুর খবরে হিলি মাইক্রোবাস ষ্ট‍্যান্ড সমিতির সকল সদস‍্যরা ওইলিয়াসের সহকর্মীরা আগামীকাল ইলিয়াস আলীর মৃত‍্যুর বিচারের দাবীতে মানব বন্ধনের ঘোষনা দিয়েছে।
এ ব‍্যাপারে হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন
নিহতের লাশ উদ্ধার পূর্বক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার বাদী হয়ে ৫জন কে আসামী করে হাকিমপুর থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেছেন।
আসামীদের ধরার জন‍্য অভিযান অব‍্যাহত রয়েছে।




error: Content is protected !!