হিলিতে এলো ২৯শ ডোজ করোনার ভ্যাকসিন

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

রবিউল ইসলাম সুইট,দিনাজপুর প্রতিনিধিঃ-
করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় প্রথম ধাপে ২৯শ ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে হিলি-হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।বুধবার (৩ই ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টায় সরকারী একটি অ্যাম্বুলেন্সে করে এসব ভ্যাকসিন পৌঁছানো হয়। এ সময় ভ্যাকসিন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন এবং হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার গাদ্দাফী শিকদার ।এসময় সঙ্গে ছিলেন হাকিমপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম প্রধানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতার্,সাংবাদিকবৃন্দ।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার গাদ্দাফী শিকদার বলেন, আমরা প্রথম পযার্য়ে ২শ ৯৭ ভায়াল পেয়েছি যা ডোজ হবে ২৯শ ৭০টি । এই ডোজ দিয়ে উপজেলার ১ হাজার ৫শ মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে। রেজিষ্টেশনের মাধ্যমে এসব ভ্যাকসিন দেওয়া হবে। ৫৫ বছরের উর্ধ্বে যারা করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে পারবে,তবে অগ্রাধিকার ভিত্তিক কিছু মানুষকে এর নিচেও দেওয়া হবে। আগামী ৭ তারিখ থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে।




error: Content is protected !!