হিলিতে করোনাকালিন সময়ে ৬ শতাংশ মূল্য ছাড়ে ওষুধ বিক্রি

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

রবিউল ইসলাম সুইট,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
করোনা মোহামারীতে জনগনের পাশের্ব দাড়াতে হিলির ওষুধ ব্যবসায়ীরা শতকরা ৬% মূল্য ছাড়ে ওষুধ বিক্রি শুরু করেছে।
বাংলাহিলি ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকালে সমিতির ৩২ জন ওষুধ ব্যবসায়ী সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়ে ওষুধের গায়ের এমআরপি মুল্য থেকে শতকরা ৬% মূল্য ছাড় দিয়ে ওষুধ বিক্রি শুরু করেছেন। এছাড়া সপ্তাহে একজন ডাক্তার দ্বারা গরীবদের ফ্রি চিকিৎসা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।

হিলি বাজারে ওষুধ ক্রয় করতে আসা মিজানুর রহমান জানান, আগে বাজারে প্যাকেটে লেখা নির্ধারিত মূল্য (এমআরপি) মোতাবেক ওষুধের দাম নিতো। আজ দেখছি তারা ৬% মূল্য ছাড়ে ওষুধ দিলো। করোনাকালীন ওষুধের দাম কম নেওয়ায় খুশি ক্রেতা।
হিলি বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আরমান আলী জানান, বাংলাহিলি ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতি করোনা কালীন সময় ৬ % মূল্য ছাড়ে ওষুধ বিক্রির উদ্বোগকে অভিনন্দন জানান। তিনি বলেন জনগণ মূল্য ছাড় পেয়ে খুব খুশি। তাদের এই উদ্যোগকে অব্যাহত রাখার আহবান জানান।
হিলি হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন বাংলাহিলি ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতি এ ধরনে উদ্যোগ খুবই ভালো। তারা ৬% মূল্য ছাড়ে ওষুধ বিক্রিসহ বিনা ভিজিটে সপ্তাহে একদিন ডাক্তার দ্বারা সাধারণ মানুষের চিকিৎসা সেবা করার উদ্যোগ
নিয়েছে এটা একটি মহৎ উদ্যোগ ।




error: Content is protected !!