রবিউল ইসলাম সুইট, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিনামুল্যে মাশ কালাইরে বীজ ও সার পেলো কৃষকেরা।
গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারাণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে কৃষকের মাঝে ৫ কেজি মাশকালাই
বীজ, ৫ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার তাদের মাঝে বিতরণ করা হয়।
এসময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলম ও উপজেলা কৃষি অফিসার শামীমা
নাজনীন।
কৃষি অফিসার বলেন, কৃষকরা তারা নিজে মাশকালাই চাষ করে নিজেদের চাহিদা পুরুণ করে দেশের চাহিদা পুরুণ করবে। আজ আমরা ১০ জন কৃষকের মধ্যে ৫ কেজি মাশকালায় বীজ, ৫ কেজি পটাস ও ১০ কেজি
ডিএপি সার বিনামুল্যে প্রদান করেছি।