হিলিতে কোভিড ১৯ভাইরাসের সংক্রমন রোধে পুলিশের জনসচেতনা মুলক প্রচারনা মাক্স বিতরণঃ

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১

আসলাম উদ্দিন
দিনাজপুর প্রতিনিধিঃ
কোভিড১৯ভাইরাস সংক্রমন রোধে সারাদেশের ন‍্যায় দিনাজপুরের হিলিতে হাকিমপুর থানা পুলিশের উদ্দোগ‍্যে জনসচেতনা মুলক প্রচার ও২হাজার পিছ মাক্স বিতরণ করেছেন হাকিমপুর থানা পুলিশ।
আজ ২১শে মার্চ সকাল ১১টায় হিলি স্থল বন্দর ৪মাথা মোড়ে এই জনসচেতনতা মুলক প্রচারনা শুরু করেন।
এসময় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পুলিশ মাইকিং করে বলেন আপনারা মাক্স পরিধান করেন স্বাস্থ‍্য বিধি মেনে চলুন।দেশের এই ক্রান্তিলগ্নে এক মাত্র স্বাস্থ‍্য বিধি মেনে চললেই এই মহামারি ভাইরাস হতে রক্ষা পাবেন আপনী ও দেশ।তাই অযথা অপ্রয়োজনে বাহিরে ঘুরাঘুরি না করার আহবান জানান।
মাক্স বিহীন পথচারীদের ডেকে পরামর্শ দিচ্ছেন ওমাক্স পরিয়ে দিচ্ছেন। এভাবে২হাজার মাক্স বিতরণ করেন হাকিমপুর থানা পুলিশ।
আপনারা বাহিরে বের হলে অবশ‍্যই মাক্স পড়বেন মাক্স ছাড়া কেউ বাড়ির বাহিরে বের হবেন না।




error: Content is protected !!