হিলিতে চলতি অর্থ বছরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

রবিউল ইসলাম সুইট, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে ২০২০-২০২১ অর্থবচরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে সাধারণ কৃষকদের নিয়ে আলোচনা সভা ও ২০২০-২০২১ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে ১৯০ জন কৃষকের মাঝে সরিষা
বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি করে বিতরণ করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী আফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা কৃষি অফিসার ড. মোছাঃ মমতাজ সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগম,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ
অনেকে।




error: Content is protected !!