হিলিতে ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু বিষয়ক বই উপহার দিলেন সাবেক গভর্নর আতিয়ার রহমান

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২১

রবিউল ইসলাম সুইট, হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলির ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু সহজতর পাঠ বই উপহার দিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক, গবেষক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান।

রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে হিলির ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কলেজের সভাপতি হারুন উর রশিদ হারুনের সভাপতিত্বে বই বিতরণের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু বিষয়ক সহজতর বইগুলো তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, ফেরদৌস আলী খান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফেরদৌস আলী খান, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হিলি জামিয়া আজীজিয়া মাদ্রাসার মুহতামিম শামসুল হুদা খান, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন প্রমুখ।




error: Content is protected !!