রবিউল ইসলাম সুইট,হিলি দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রামন রোধে হাকিমপুর (হিলি) পৌরসভার প্রবেশদ্বারে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে।
শনিবার বিকেলে হিলি পৌরসভা প্রাঙ্গনে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এই জীবানু নাশক টানেলের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, পৌরমেয়র জামিল হোসেন, ওসি আব্দুর রাজ্জাক আকন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, করোনাভাইরাসের সংক্রামন প্রতিরোধে পৌরসভার উদ্যোগে চারটি জীবানুনাশক টানেল আনা হয়েছে। এর মধ্যে একটি দেশি-বিদেশি মানুষের পারাপার হওয়ায় হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোষ্ট গেটে, একটি হাসপাতালের গেটে, একটি উপজেলা পরিষদের সামনে ও একটি পৌরসভার প্রবেশদ্বারে বসানো হবে।
তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায় করা হবে এমন ৪টি মসজিদের প্রবেশ দ্বারে এই চারটি জীবানুনাশক টানেলগুলো স্থাপন করা হবে। এত করে মুসল্লিরা জীবানু মুক্ত হয়ে মসজিদে প্রবেশ করতে পারবেন ও নামাজ আদায় শেষে জীবানুমুক্ত হয়ে বাড়িতে যেতে পারবেন।