
আসলাম উদ্দিন,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
আপনার পুলিশ আপনার পাশে” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।আজ শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় হাকিমপুর থানা বিট পুলিশের আয়োজনে একটি পৌরসভা ও ৩টি ইউনিয়নে একযোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।পৌরসভায় অনুষ্ঠিত নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ উপস্থিত ছিলেন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান পারুল নাহার, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলার ১ নং খট্টামাধবপাড়া ইউনিয়নে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানসহ অনেকে।এছাড়াও ২নং বোয়ালদড় ও ৩ নং আলীহাট ইউনিয়নে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।