হিলিতে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিনেটরদের প্রশিক্ষাণ

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২০

রবিউল ইসলাম সুইট, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিনেটরদের প্রশিক্ষাণ দেয়া হয়।

বৃহস্পতিবার উপজেলা প্রাণীসম্পদ দপ্তর কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদের সভাপতিত্বে দিনব্যাপি উপজেলা প্রাণীসম্পদ দপ্তর কার্যালয়ে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন, ভেটেনারি সার্জন ডা. রতন কুমার ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রাণীসম্পদ দপ্তর কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, ইউএনও মো. আব্দুর রাফিউল আলম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন।

প্রশিক্ষণ শেষে এলডিডিপি প্রকল্পের আওতায় লাইভস্টক সার্ভিস প্রভাইডার (এলএসপি) দের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।




error: Content is protected !!