হিলিতে ফেন্সিডিল ও এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ আটক-১

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর (হিলি) থানাকে শতভাগ মাদক মুক্ত করার লক্ষে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। এরই অংশ হিসাবে আজ বিকাল ৩ টায় হাকিমপুর, হিলিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেন্সিডিল ও ২৯৯ পিচ নেশাজাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ ইব্রাহিম হোসেন নামে এক জনকে আটক করেছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আজ ১৩ ডিসেম্বর (রবিবার ) বৈকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস আই বেলাল,এস আই নিহার চন্দ্র, এস আই আরমান আলী ও সঙ্গীয় ফোর্সসহ জিলাপপট্রি এলাকায় শের আলীর বাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেন্সিডিল ও ২৯৯ পিচ নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ ইব্রাহিমকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত আসামি, হিলি পৌর শহরের জিলাপিপট্রি এলকার শের আলীর ছেলে ইব্রাহিম হোসেন (২০)।

আটক আসামীদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব‍্য আইনে মামলা প্রকিয়াধীন।




error: Content is protected !!