হিলিতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ৫কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিতঃ

আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ৬০০জন বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মানুষের সমন্বয়ে এ দৌড় অনুষ্ঠিত হয়।আজ বুধবার বৈকাল ৩ঘটিকায় উপজেলা চত্বর হতে এ ম্যারাথন দৌড় শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়কে ৫কিলোমিটার ঘুরে উপজেলা চত্বরে এসে এ প্রতিযোগিতা শেষ হয়।
প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব নুরে আলম ও সেনাবাহিনী ৬৬পদাতিক ডিভিশনের অধিনায়ক লেঃ কর্নেল মোরশেদ আলম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।এ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন উপজেলার বিভিন্ন অফিস কর্মকর্তা কর্মচারী উপজেলা আওয়ামী লীগ ওএর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কর্মী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।