হিলিতে বিশ্ব যক্ষা দিবস পালিতঃ

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২১

আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
“মুজিব বর্ষের অঙ্গীকার যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার ” এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স ও ব্রাক অফিসের উদ্দোগ‍্যে র‍্যালী ওআলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের সকল ডাক্তার নার্স ব্রাকঅফিসের কর্মকর্তা কর্মচারী ওসমাজের সকল স্তরের মানুষ নিয়ে একটি র‍্যালী বের হয়।র‍্যালী টি স্থল বন্দরের প্রতিটি রাস্তা প্রদক্ষিন পূর্বক উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স এসে শেষ হয়।
পরে স্বাস্থ‍্য কমপ্লেক্স অডোটরিয়াম রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।ডাঃ তৌহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ গাদ্দাফি শিকদার ব্রাক যক্ষা নিয়ন্ত্রণ প্রোগ্রাম অফিসার ফিল্ড মান সহ আরো অনেকে। আলোচনা সভায় বক্তারা বিশ্ব যক্ষা দিবসের গুরত্ব ওতাৎপর্য তুলে ধরেন। যক্ষা হলে রক্ষা নেই একথার ভিত্তি নেই। এক নাগারে এক সপ্তাহ কাশি জ্বর ওকাশির সাথে রক্ত এলে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স হাসপাতালে একদম ফ্রি পরীক্ষা ও চিকিৎসা ব‍্যবস্থা রয়েছে তাছাড়া বেসরকারি সংস্থা ব্রাক বিনামুল‍্যে যক্ষা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে।এক নাগারে ২সপ্তাহ নিয়ম করে ঔষধ গ্রহন করলে যক্ষা নির্মূল হবে বলে বক্তব্যে বক্তারা জানান।




error: Content is protected !!