হিলিতে মটরসাইকেল হতে পড়ে আহত হওয়া স্কুল শিক্ষিকার মৃত‍্যুঃ

প্রকাশিত: ৬:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২১

আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে হাকিমপুর উপজেলার রাস্তা গুলোতে অপরিকল্পিত স্প্রীড ব্রেকার তৈরী করা রং বা কোন চিহ্ন না থাকার কারনে বাড়ছে দুর্ঘটনা স্প্রীড ব্রেকারে ধাক্কা লেগে রেহেনা বেগম(৩৮)এক স্কুল শিক্ষিকা মটর সাইকেল হতে ছিটকে পড়ে আহত হয়। আহত ঐ স্কুল শিক্ষিকা আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসা ধীন অবস্থায় মৃত‍্যু বরণ করেছে।
গত ২/৩আগে ঐ স্কুল শিক্ষিকা মটর সাইকেল যোগে হিলিতে যাচ্ছিলেন।প্রতিমধ‍্যে ডলি মডেল স্কুলের সাভনে অপরিকল্পিত স্পীড ব্রেকারে মটর সাইকেলটি ধাক্কা লেগে ঐ স্কুল শিক্ষিকা মটর সাইকেল হতে পড়ে যায়।নাকদিয়ে রক্ত পড়তে থাকে তাড়াতাড়ি হাকিমপুর উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন সেখানেই চিকিৎসা ধীন অবস্থায় আজ ৬/০৩/২১ইং মৃত‍্যু হয়।নিহত স্কুল শিক্ষিকা উপজেলার মহুড়া পাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী ও বিশাপাড়া উচ্চ বিদ‍্যালয়ের সহকারী শিক্ষিকা




error: Content is protected !!