হিলিতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

আসলাম উদ্দিন জেলা প্রতিনিধি দিনাজপুর :
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পৌরসভা এলাকার রাঙ্গামাটিয়া সড়ক হতে বাগমারা পর্যন্ত রাস্তা এইচ.বি.বি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বিকেলে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপির পক্ষে এই সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৫ লাখ ৬৫ হাজার ৫৫৮ টাকা ব্যয়ে ১ হাজার ৩শ ৮০ মিটার এই সড়কের বাস্তবায়ন করছেন হাকিমপুর (হিলি) পৌরসভা।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক টুকুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সড়কের নির্মাণ কাজের উদ্বোধন কালে হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন,‘গ্রামকে শহরে পরিণিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি সেটি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। হাকিমপুর পৌরসভার অভ্যন্তরে যত গুলো কাঁচা রাস্তা রয়েছে সেগুলো আমরা পাকা রাস্তা করে দেওয়া হবে।




error: Content is protected !!