হিলি সীমান্তে অভিনব কায়দায় ফেনসিডিল পাচার, আটক ৩

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধি ঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে লোহার পাইপের ভিতর করে অভিনব কায়দায় ফেনসিডিল পাচার কালে ৩জন কে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
হাকিমপুর থানা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধ‍্য বাসুদেবপুর এলাকায় হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পুলিশের একটি টীম মাদক বিরোধী অভিযান চালিয়ে ২জন মেয়েও১জন ছেলে মাদক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হন।
তাদের নিকট হতে পাওয়া ৪টি লোহার পাইপের ভিতর হতে অভিনব কায়দৃয় লুকানো ৫৪পিছ ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক কৃতরা হলেন মধ‍্যবাসুদেবপুর ছুড়িপট্টি এলাকার তানভির আলমের মেয়ে ওরানার স্ত্রী
ছাবিনা ইয়াছমিন(২৬) জয়পুর হাট জেলার পাঁচবিবি উপজেলার তাতীপাড়া গ্রামের রিপনের স্ত্রী মুক্তা বানু(২৯)ও দিনাজপুরে বিরামপুর উপজেলার দেবীপুর ধনখুন্জা গ্রামের ইসমাইল হোসেনের পুত্র টগর হোসেন( ৩২)।
আসামীদের নামে মাদক আইনে মামলা দায়ের পুর্বক দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ।




error: Content is protected !!