হিলি সীমান্তে প্রাইভেট কারসহ ফেনসিডিল জব্দ

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

মোঃ রবিউল ইসলাম সুইট,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে প্রাইভেট কারসহ ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ২ টায় হিলি ফকিরপাড়ার মসজিদ এলাকা থেকে প্রাইভেট কারসহ ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করে হিলি সিপি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটো। তিনি জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপির বিওপি ক্যাম্পের বিজিবি’র নায়েক আজিজুর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ফকিরপাড়ার মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মসজিদের কাছে দাঁড়িয়ে থাকা একটি
প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-ক ১২-০২৯২) তল্লাশি করে। কারের ভিতরে অভিনব কায়দায় রাখা ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে প্রাইভেট কারসহ ফেনসিডিলগুলো জব্দ করে ক্যাম্পে আনা হয়। গাড়ি ও ফেনসিডিলসহ সিজার মুল্য প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।




error: Content is protected !!