হিলি স্থল বন্দরে অস্থায়ী শেড নির্মানে বি এস এফ বাধা আমদানী রপ্তানি কার্যক্রম বন্ধ
আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশের ২য় বৃহত্তম স্থল বন্দর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আমদানী রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে বন্দরে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার দীর্ঘ দিন বন্ধ থাকার পর ১৬/০৫/২১ তারিখ হতে বন্দরে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার শুরু হয়। ভারত হতে ফেরত আসা পাসপোর্ট ধারী যাত্রীদের প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা ও প্রদান করাই কাগজ পত্রদেখভালের জন্য বন্দর গেটের পাশে অস্থায়ী একটি শেড নির্মানের ব্যবস্থা গ্রহন করে বন্দর কর্তৃপক্ষ কিন্তু শেড নির্মান শুরুর কিছু ক্ষন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বি এস এফ শেড নির্মানে বাধা প্রদান করে
সেজন্য পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও বন্দরের ব্যবসায়ীরা বন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেন।
করোনা পরিস্থির ভয়াবহতার কারনে বন্দরের যাত্রী ও জনসাধারণের স্বাস্থ্য ঝুকির দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এর আগে পাসপোর্ট ধারী যাত্রীদের কাগজ পত্র ও স্বাস্থ্য পরীক্ষা জন্য অস্থায়ী একটি শেড নির্মানের জন্য ভারতীয় কর্তৃপক্ষকে মৌখিক ভাবে জানানো হয়েছিল।
জানোনোর পরেও শেড তৈরীর কার্যক্রম তৈরীতে বাঁধা প্রদান করাই বন্রে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হওয়ায় ভারতে আটকে পড়েছে পন্য বাহী ট্রাক ও যাত্রীরা
তবে বন্দর ব্যবসায়ীরা বলছে যতক্ষণ পযর্ন্ত শেড নির্মানেকোন প্রকার বাধা থাকবেনা ততক্ষন পর্যন্ত বন্দর বন্ধ থাকবে।